KAUNIA COLLEGE

Principal Voice

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক বৈভবসমৃদ্ধ জেলার উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা তিস্তা নদীর তীর ঘেঁষে গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে কাউনিয়া উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কাউনিয়া কলেজ। প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫৩ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় এ প্রতিষ্ঠান শুধু শিক্ষায় আলোকবর্তিকা নয়; বরং জ্ঞান, সংস্কৃতি, মানবিকতা এবং আধুনিক চিন্তার এক উজ্জ্বল সমন্বয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

কাউনিয়া কলেজ আজ অগণিত জ্ঞানী, গুণী, সমাজসেবী, গবেষক ও দেশসেবা-নিবেদিত মানুষের জন্মস্থানে পরিণত হয়েছে। বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) এবং স্নাতক (সম্মান) পর্যায়ের ৮টি বিভাগে অধ্যয়নরত প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের উদ্যম এবং অভিভাবকদের আস্থায় এ প্রতিষ্ঠান ক্রমাগত সাফল্যের সোপানে এগিয়ে চলেছে।

Md Faruk Azom

আমরা বিশ্বাস করি—সঠিক মূল্যবোধ, আধুনিক শিক্ষাদর্শ, তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান, সহশিক্ষা কার্যক্রম, গবেষণামূলক পরিবেশ এবং সুসম্পর্কই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। কাউনিয়া কলেজ সেই শক্তিকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে।
আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় উত্তীর্ণ করা নয়; বরং প্রতিটি শিক্ষার্থীর ভেতরে মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার দৃঢ় সক্ষমতা তৈরি করা।

নিয়মিত ক্লাস, ফলপ্রসূ একাডেমিক কার্যক্রম, আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, নিরবচ্ছিন্ন অনলাইন সাপোর্ট, বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম—সব মিলিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য গড়ে তুলছি একটি নিরাপদ, অনুপ্রেরণাদায়ী ও প্রযুক্তিমুখী শিক্ষার পরিবেশ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষক–শিক্ষার্থী–অভিভাবক—এই তিন স্তম্ভ একসঙ্গে কাজ করলে কাউনিয়া কলেজ আগামী দিনে আরও সমৃদ্ধ, আরও সফল এবং আরও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী স্বীকৃতি অর্জন করবে।

কাউনিয়া কলেজ পরিবারে আপনাকে স্বাগতম।
জ্ঞান-চর্চার উজ্জ্বল ভুবনে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।

— প্রিন্সিপাল
কাউনিয়া কলেজ, কাউনিয়া, রংপুর