KAUNIA COLLEGE

Messages from Vice Principal (উপাধ্যক্ষের বাণী)

“যে জানে এবং যে জানেনা উভয়ে সমান হতে পারেনা”- আলকোরআন।
বাংলাদেশের উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় কাউনিয়া কলেজ, রংপুর এক অনন্য ও পথিকৃত প্ৰতিষ্ঠান। ৫৪ বছরের পরিক্রমায় জাতির মেধা, মনন ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠান্টি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। জাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সংগে অঙ্গাঙ্গি জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। দেশের অনেক মনিষী, পন্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতির স্বাক্ষর। প্রতিষ্ঠানটি আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি গৌরবময় অধ্যায়ের গর্বিত অংশীদার। নানা সীমাবদ্ধতার মধ্যেও কাউনিয়া কলেজ তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলেছে। উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ পর্যায়ে এটি এখনো দেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান । গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কজ করছে।